TEKST PIOSENKI NAJAYEZW WYKONANIU JAMES
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ পালাবে কোথায়
সুরকারঃ জেমস
বছরঃ ১৯৯৫
যোগ করেছেনঃ তানজির আহমেদ
আমিও তোমাদের মত
শুধু জন্মটা বেতিক্রম
তোমরা যাদের বাবা বলো
আমি তাদের বীর্যের সংমিশ্রণ…
হে! নাজায়েজ বলো আমাকে
নাজায়েজ বলো তোমরা…
আমিও তোমাদের মতো
জন্ম কোন অন্ধ গলিতে
হয়ত নিষিদ্ধ পল্লীতে
সূর্যের আলোর নেই যাতায়াত
সেখানে শুধু আঁধার হাহাকার
হা হা হাহাকার…
নাজায়েজ বলো তোমরা
নাজায়েজ বলো আমাকে…
দুঃখ যেখানে চিরসাথি
গালা গালি খেয়ে কাটে দিন
আর রাত কাটে কোন ডাস্টবিনে
এমনি কোন রাতে…
জানতে চাইলে পিতৃ পরিচয় বাড়বে
তোমাদের সংশয়
আমার প্রশ্নের জবাব কে দেবে?
ডাকবো বাবা বলে বলো কাকে?
আমার ইচ্ছে হয় জ্বলতে!
বারুদের মত জ্বলে উঠতে!
সমাজের চোখে….
সমাজের চোখে নষ্ট আমি
নষ্ট সন্তান!
নাজায়েজ বলো আমাকে!
নাজায়েজ বলো আমাকে!
নাজায়েজ বলো আমাকে!
নাজায়েজ বলো আমাকে!
আমিও তোমাদের মত
শুধু জন্মটা বেতিক্রম
তোমরা যাদের বাবা বলো
আমি তাদের বীর্যের সংমিশ্রণ….
আমার প্রশ্নের জবাব কে দেবে?
একটা প্রশ্ন থেকে যাচ্ছে
আমি কে বলো আমি কে?
আমি কে বলো আমি কে?
আমি কে বলো আমি কে?
নাজায়েজ বলো আমাকে!
নাজায়েজ বলো আমাকে!
না.না.না.না... নাজায়েজ... নাজায়েজ...
না.না.না... নাজায়েজ...
না.না.না. নাজায়েজ...
তৈরি করেছেন: তানজির আহমেদ ডলার
জয়েন ফেসবুক গ্রুপ: (গুরু জেমসের "দুষ্টু ছেলের দল")
NAJNOWSZE ALBUMY JAMES (50)
- Pokaż wszystkie