TEKST PIOSENKI SHADA ASHTRAYTAW WYKONANIU JAMES
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ পালাবে কোথায়
সুরকারঃ জেমস
বছরঃ ১৯৯৫
যোগ করেছেনঃ তানজির আহমেদ
মাঝ রাতে ভরা এ্যাস্ট্রেটা দেখে ভাবি আমার অনেক ভাবনা চিন্তা
আগুন জ্বলে আর আগুন জ্বলে
পুড়ে পুড়ে ছাই... ছাই হয়ে... জমা হয়ে আছে... জমা হয়ে
পুড়ে পুড়ে ছাই... ছাই হয়ে... জমা হয়ে আছে... জমা
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রে. এ্যাস্ট্রেতে
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রে. এ্যাস্ট্রে
সাদা এ্যাস্ট্রের বুকে বাসি ফিল্টার
মনে হয় যেন কিছু রাগ অভিমান
জোর করে পিশে ফেলা কিছু অনুরাগ
পরে আছে খুব দামি সাদা এ্যাস্ট্রেতে
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রে. এ্যাস্ট্রে
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রে. এ্যাস্ট্রে
আমার ---- সময় খুঁজি যখন অবসাদে
ছাই রঙা সব ছাই জমে চলে তাড়াহুড়ো করে
তোমায় খোঁজার সাধ চলে যায়
ভালবাসা কিছু জমা পরে
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রে. এ্যাস্ট্রেতে
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রে. এ্যাস্ট্রেতে
মাঝ রাতে ভরা এ্যাস্ট্রেটা দেখে ভাবি আমি
আমার অনেক ভাবনা চিন্তা
আগুন জ্বলে আর আগুন জ্বলে
পুড়ে পুড়ে ছাই হয়ে...
জমা হয়ে আছে...
পুড়ে পুড়ে ছাই হয়ে...
জমা হয়ে আছে...
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রে. এ্যাস্ট্রে
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রে. এ্যাস্ট্রে
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রেএএএএ... আ আ আ আ আ...
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রেএএএএ
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রে. এ্যাস্ট্রে
ক্রিস্টাল পাথরের সাদা এ্যাস্ট্রে. এ্যাস্ট্রে
তৈরি করেছেন: তানজির আহমেদ ডলার
জয়েন ফেসবুক গ্রুপ: (গুরু জেমসের "দুষ্টু ছেলের দল")
NAJNOWSZE ALBUMY JAMES (50)
- Pokaż wszystkie