TEKST PIOSENKI SHARE TIN HAAT JONMOBHUMIW WYKONANIU JAMES
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ পালাবে কোথায়
সুরকারঃ জেমস
গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী
বছরঃ ১৯৯৫
যোগ করেছেনঃ তানজির আহমেদ ডলার
টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে
সবুজের মাঝে লাল কাফন আমার
তুমি ছাড়া আর কে আছে বল
ছন্নছাড়া এই আমার আপন
ওগো বাংলাদেশ তুমি
আমার কবর তুমি
সাড়ে তিন হাত জন্মভুমি
আমার তুমি
ওগো বাংলাদেশ তুমি
আমার কবর তুমি
সারে তিন হাত জন্মভূমি
আমার ভূমি
তোমার কোলে জন্ম আমার
তোমার স্বপ্নে তিলোত্তমা
তোমার ভাষায় বলতে শেখা
তুমি আমার মা……….
(স্লোগানে স্লোগানে… মিছিলে মিছিলে…
স্লোগানে মুখর… মিছিলে মিছিলে…)
তুমি আমার প্রথম দাবী
নিয়ম ভাঙার নিয়মে
বন্দির হাতে জেলের চাবি
আমার তুমি
যখন তখন হাসতে বল
যদিও বিরান ভালবাসা
কেউ না আসুক আমি আছি
খেলবে যখন মরন খেলা
পুড়ে পুড়ে বিশুদ্ধ তুমি
টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে
সবুজের মাঝে লাল কাফন আমার
তুমি ছাড়া আর কে আছে বল
ছন্নছাড়া এই আমার আপন
ওগো বাংলাদেশ তুমি
আমার কবর তুমি
সাড়ে তিন হাত জন্মভুমি
NAJNOWSZE ALBUMY JAMES (50)
- Pokaż wszystkie