TEKST PIOSENKI SEI BHALO, SEI BHALOW WYKONANIU KAVITA KRISHNAMURTHY
সেই ভালো সেই ভালো,
আমারে নাহয় না জানো।
সেই ভালো সেই ভালো,
দূরে গিয়ে নয় দুঃখ দেবে,
কাছে কেন লাজে লাজানো ॥
সেই ভালো সেই ভালো,
আমারে নাহয় না জানো।
সেই ভালো সেই ভালো
মোর বসন্তে লেগেছে
তো সুর, বেণুবনছায়া
হয়েছে মধুর-(2)
থাক-না এমনি গন্ধে-বিধুর
মিলনকুঞ্জ সাজানো
সেই ভালো সেই ভালো,
আমারে নাহয় না জানো।
সেই ভালো সেই ভালো
গোপনে দেখেছি তোমার
ব্যাকুল নয়নে ভাবের খেলা।
উতল আঁচল, এলোথেলো
চুল, দেখেছি ঝড়ের বেলা।
তোমাতে আমাতে হয় নি যে কথা
মর্মে আমার আছে সে বারতা (2)
না বলা বাণীর নিয়ে আকুলতা
আমার বাঁশিটি বাজানো ॥
সেই ভালো সেই ভালো,
আমারে নাহয় না জানো।
সেই ভালো সেই ভালো
সেই ভালো সেই ভালো,
আমারে নাহয় না জানো।
সেই ভালো সেই ভালো,
দূরে গিয়ে নয় দুঃখ দেবে,
কাছে কেন লাজে লাজানো ॥
সেই ভালো সেই ভালো,
আমারে নাহয় না জানো।
সেই ভালো সেই ভালো
//= $file_data['id'] ?>//= $file_data['id'] ?>
NAJNOWSZE ALBUMY KAVITA KRISHNAMURTHY (44)
- Pokaż wszystkie