TEKST PIOSENKI MUKHORITO JIBONW WYKONANIU SOULS
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজও এই মনকে ঘিরে।
ঝিনুক শামুকে ভরা বালুচরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি।
ওরে ছুটে চল সেই সাগর তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্ত হীরে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে…।।
রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি,
ডুলো ডুলো আঁখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি।
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঝেছিলে
ওরে সেইতো ভালো সবকিছু ভুলেছিলে।
এই মুখরিত জীবনের চলার বাঁকে…।।
//= $file_data['id'] ?>//= $file_data['id'] ?>
NAJNOWSZE ALBUMY SOULS (10)
- Pokaż wszystkie